নান্দাইলে ইউপি সদস্যকে অপহরন করে খুনের চেষ্টা

 

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাবুল মিয়াকে রোববার রাতে উপজেলা এলাকা থেকে ৭/৮জনের একটি দুর্বৃত্ত দল মাইক্রোবাস যোগে অপহরণ করে নান্দাইল-তাড়াইল রাস্তার উলুহাটি নামক স্থানে জবাই করার চেষ্টা করে। এসময় ইউপি সদস্য দুর্বৃত্তদের হাত থেকে কৌশলে পালিয়ে পার্শ্ববতী ডোবায় পড়ে চিৎকার শুরু করে। এসময় গ্রামের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা মাইক্রোযোগে পালিয়ে যায়। বাবুল মেম্বার জানান দেউল ডাংরা নুরুল উলুম দাখিল মাদ্রাসার সুপার কাজী মোঃ নুরুল ইসলাম মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার জন্য রাতে তাকে তাঁর বাসায় আসতে বলেন। বাবুল মিয়া উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে একজন প্রার্থী ছিলেন। নুরুল ইসলামের বাসা থেকে রাত ১১টায় বের হওয়ার পর এই অপহরণের ঘটনা ঘটে। বাবুল মেম্বার উক্ত ঘটনার সাথে সুপার নুরুল ইসলামা দায়ী বলে অভিযোগ করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সরদার মোঃ ইউনুছ আলী জানান বাবুল মেম্বার হাসপাতালে চিকিৎসাধীন আছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশি তদন্ত অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *