ফেনীর পরশুরামে ঝুঁকিপুর্ন কালভার্ট : দুর্ভোগে ৫ গ্রামের মানুষ

 

ফেনী প্রতিনিধি :

ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের চন্দনা গ্রামের একটি কালভার্টের মাঝখানে বড় গর্ত হওয়ায় ওই ইউনিয়নের চন্দনাসহ পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ। কালভার্টে গর্ত সৃষ্টি হওয়ায় গত ছয় মাস ধরে মানুষ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হলেও কেউ কোনো পদক্ষেপ নিচ্ছেনা বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

স্থানীয় এলাকাবাসী জানায়, পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের চন্দনা গ্রামের একটি কালভার্টের মাঝখানে বড় গর্ত হওয়ায় চন্দনা, জগমোহনপুর, রাজষপুর, পশ্চিম সাহেব নগরসহ ৫টি গ্রামের কয়েক হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন ধরনের যাত্রীরা মোটর সাইকেল, সিএনজি ও রিক্সাসহ বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে ঝুকিপুর্নভাবে যাতায়াত করতে হচ্ছে তাছাড়া বড় ধরনের যানবাহন বর্তমানে যাতায়াত অনুপোযোগী হয়ে পড়েছে। এ ব্যাপারে উপজেলা এলজিইডি অফিসে একাধিকবার লিখিত অভিযোগ দিয়ে কোন সুফল পায়নি এলাকাবাসী।

চিথলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো রহিম উল্যাহ অভিযোগ করে বলেন চন্দনা থেকে সুবার বাজার এবং কি চন্দনা থেকে ফুলগাজী ও পরশুরামে ওই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। ব্যস্ততম সড়কের কালভার্টটি গত ছয়মাস ধরে গর্ত অবস্তায় পড়ে আছে। পরশুরাম এলজিইডি অফিসের উপজেলা প্রকৌশলী মনির হায়দার কে লিখিত ও মৌখিকভাবে একাধিক বার জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নেয়নি। এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদেরকেও একাধিকবার জানানো হয়েছে বলে তিনি জানান।

এ প্রসঙ্গে জানতে পরশুরাম উপজেলা প্রকৌশলী মনির হায়দারের মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, কালভার্টটি খুবই ঝুঁকিপুর্ন অবস্থায় রয়েছে। প্রতিদিনই ওই স্থানে ছোটখাট দুর্ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *