কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেইস বুকে পোষ্ট দেয়ার অপরাধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় মেহেদী হাসান নামে এক যুবক গ্রেফতার হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার চরহাজারী ইউনিয়ন থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ মে চরহাজারী ইউনিয়নের মো: শেখ আলম তার নিজ ভাই শেখ বাহার ও ভাতিজা মেহেদী হাসানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেইস বুকে পোষ্ট দেয়ার অভিযোগ এনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করে(মামলা নং-১২, তাং-১৮/০৫/২০১৭ইং)।
মামলার সূত্র ধরে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) রবিউল হক ও এসআই সাইফ উদ্দিন উপজেলার চরহাজারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাসেম ডাকাতের বাড়ি থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করেছে।