জামালপুর প্রতিনিধি,বাংলার দর্পন : দিন দিন সম্পর্ক গুলো যেন লুকিয়ে যাচ্ছে মেঘের আড়ালে । ছেলে বাবাকে চিনে না , বাবা ছেলের দ্বন্দ্ব, গৃহ যুদ্ধ! অর্থের কাছে সম্পর্কের দাম নিতান্তই সামান্য হয়ে পড়েছে ! দিন যাচ্ছে রাত যাচ্ছে , শুধু থেকে যাচ্ছে নিরন্তর চাহিদা । এই অপার চাহিদার কাছে হার মানছে মানবিকতা । এরই জেরে বুধবার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে চর আইরমারী মরাপাড়া গ্রামে এক লজ্জার ইতিহাসের জন্ম দিল এক অভাগা বাবার দুই ছেলে নামের পশু ! জামাল পুর প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত
জেলার বকশীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে বাবার দুই পা কেটে নিয়েছে দুই ছেলে।
স্থানীয়রা জানায়, চর আইরমারী মরাপাড়া গ্রামে হাশেম আলীর (৬৫) একখণ্ড আবাদি জমি নিয়ে প্রায়ই তার সঙ্গে ছেলেদের ঝগড়া হতো। জমিটি বিক্রি করতে চাইলে প্রথম স্ত্রীর ছেলে লুৎফর রহমান (৩০) ও নুরনব্বী নান্নু (২৫) হাশেম আলীকে বাধা দেয়।
বুধবার দুপুরে এ নিয়ে বড় ছেলে লুৎফর রহমানের সঙ্গে নিয়ে হাশেম আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই ছেলে মিলে লোহার শাবল দিয়ে বাবাকে প্রচণ্ড মারধর করে। তারপর ধারালো দা দিয়ে কুপিয়ে বাবার দুই পা কেটে ফেলে।
পরে প্রতিবেশীরা হাশেম আলীকে মুর্মূষু অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।
বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরে বাবার দু পা কুপিয়ে কেটে নির্লজ্জ ইতিহাসের জন্ম দিল দুই কুপুত্র !
