ফেনীতে ইয়াবাসহ ঢাকার এক কথিত সাংবাদিক আটক

ফেনী :
ফেনীতে তিন লক্ষ টাকা মুল্যের ইয়াবাসহ ঢাকার এক সাংবাদিককে আটক করেছে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ।

২৫মে দুপুরে লাল-সবুজ পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

ধৃত ব্যক্তির পকেটে দৈনিক নিখাদ খবর, জাতীয় সাংবাদিক সংস্থা, সাংবাদিক জোট ও নিখাদ খবরের সম্পাদকের একান্ত সচিব পরিচয়ের চারটি কার্ড পাওয়া গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যয় ২৫মে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজকুঞ্জরা নামক স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহণে তল্লাশি করে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল।

এসময় ঢাকাগামী লাল-সবুজ পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে এক মাদক বিক্রেতাকে আটক করে পুলিশ। তার নাম রাখিবুল হাসান(৪০)। সে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাকুন্দা গ্রামের ছিদ্দিক ভুঁইয়ার ছেলে।

ফাজিলপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী বলেন, ধৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তিন লক্ষ টাকা মুল্যের এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে নিজেকে ঢাকার সাংবাদিক পরিচয় দিলেও ওই গণমাধ্যমের সম্পাদক তার প্রতিনিধিত্ব স্বীকার করেনি। তার কাছ থেকে ইয়াবা ও গণমাধ্যমের ওই চারটি কার্ড জব্দ করা হয়েছে।

ধৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ফেনী আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *