ফেনী :
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় করিম উল্যাহ (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) সকালে উপজেলার জমাদ্দার বাজারের উত্তর পাশে গাছ বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে। নিহত করিম উল্যাহ বাঁশপাড়াস্থ ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি হাজী মোহাম্মদ রাজা মিয়ার ছেলে।
নিহতের ছেলের বউ নুরের নেছা মিনু জানান, জমাদ্দার বাজারে তার শশুরের একটি চা দোকান রয়েছে। মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় রাত ১১ টার দিকে শশুরের নাম্বারে একাধিকার ফোন করেন তিনি। ফোন না ধরায় তার স্বামী আনোয়ার হোসেনকে দোকানে পাঠান। দোকান খোলা থাকলেও কালামিয়া দোকানে ছিলেন না।
নিহতের বড় মেয়ে সাহেনা আক্তার জানান, সকালে এক ব্যক্তির মাধ্যমে খবর পান তার বাবার মৃতদেহ তাদের বাড়ির পাশে গাছ বাগানে পড়ে রয়েছে।
তার ধারণা, তার বাবাকে দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তবে তার বাবার সাথে কারও বিরোধ ছিল না বলে দাবি তার। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক এবং বিচার দাবি করেন।
ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ হাসান ইমাম জানান, খবর পেয়ে এএসপি সার্কেল (ছাগলনাইয়া) সহ ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন গাছ বাগানে কালামিয়ার মৃতদেহ পড়েছিল। মৃতদেহের নাকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কালামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের পাশের বাড়িতে ভাড়ায় থাকা দুই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।