স্টুডগার্ডে লি’স ওয়াড্রোব এর উদ্যোগে গ্রীষ্মকালীন মেলা


জার্মানি থেকে ফাতেমা রহমান রুমা :
স্টুডগার্ডে লি’স ওয়াড্রোব আয়োজন করলো বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে গ্রীষ্ম কালীন মেলা এবং সাথে বর্তমান প্রজন্মদের নিয়ে মনোমুগ্ধকর সাংষ্কৃতিক আনুষ্ঠান।

মেলাতে ছিল দুরদুরান্ত আগত উদ্যোক্তাদের পন্য দিয়ে সাজানো বিভিন্ন খাবার (পিঠা পুলি,ঝালমুড়ি,কেক ,পেষ্ট্রি, চটপটি, মিষ্টি ও নানা রকমের খাবার) সাথে ছিল বিভিন্ন রকমের কাপড়ের স্টল।


মেলাতে বিভিন্ন জায়গা থেকে আসা অথিতিদের নিয়ে ছিল জমজমাট এক পরিবেশ।


এই প্রবাসে জার্মানিতে লি’স ওয়াড্রোবই আয়োজন করলো ৩য় বারের মতন উদ্যোক্তাদের নিয়ে মেলা। আয়োজকের উদ্দেশ্য ছিল প্রবাসের মহিলা উদ্যোক্তাদের তুলে ধরা ,এবং সেই সাথে এ প্রজন্মের বাচ্চাদের বাংলাদেশের সাংষ্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া যেন তারা নিজেদর মাঝে বাংলাকে লালন করে।

এই মেলা তে সাংষ্কৃতিক অনুষ্ঠানে বেশীর ভাগ পরিবশনায় ছিল এ প্রজন্মে বাচ্চারা।

প্রবাসে জন্মগ্রহন করার পরও যে বাংলাদেশের সাংষ্কৃতিটাকে বুকে লালন করা যায় তা এই ছোট্ট বাচ্চা গুলোকে দেখলো বোঝা যায়,মেলাতে ও ছিল এ প্রজন্মের নতুন উদৌক্তারাও।মহিলা উদ্যো্ক্তদের ছিল দারুন উৎফুল্লতা।

বিভিন্ন শহর থেকে আগত অথিতিদের নিয়ে,সাথে এ নতুন প্রজন্মের উদ্যোক্তা, মিনহাজ দীপনের নেতৃত্বে, দেলোয়াার হোসেন ঝন্টু ও লিপিকা আহমেদের উপস্থাপনায় ক্ষুদে শিল্পী ও অনান্য সকলকে সাথে নিয়ে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজক লিপিকা আহমেদ (ওনার ওফ লি’স ওয়াড্রোব) ও আহমেদ রাসেল সোহেল বলেন, লি’স ওয়াড্রোবের আয়োজিত এই মেলা চরম ভাবে সাফল্যতা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *