লিপটনকে সমর্থন জানিয়েছেন সাবেক এমপি রহিম উল্যাহর স্ত্রী

ফেনী প্রতিনিধি :

সোনাগাজী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনকে সমর্থণ জানিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করলেন ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্যাহর স্ত্রী পারভিন আক্তার।


রোববার দুপুরে মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় মতবিনিময় শেষে এ ঘোষনা দেন হাজী রহিম উল্যাহ।

তিনি বলেন, চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা লিপটন যোগ্য ও জনপ্রিয়। দলের কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা, ফেনী-১ ও ফেনী-২ আসনের সাংসদ, জেলা আওয়ামীলীগ এবং উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের অনুরোধে আমার স্ত্রী তার মনোনয়ন প্রত্যাহার করেছে।

আগামিদিনে আমরা সোনাগাজীতে আওয়ামীলীগকে সুসংগঠিত করা ও সোনাগাজীর উন্নয়নে একসাথে কাজ করতে চাই।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জহির উদ্দিন মাহমুদ লিপটন মনোনয়ন প্রত্যাহার করে তাকে সমর্থন দেয়ায় হাজী রহিম উল্যাহ ও তার স্ত্রী পারভিন আক্তারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

এসময় সোনাগাজীর পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি অ্যাড, নাছির উদ্দিন বাহার, এমএ মজিদ ভুলুমিয়া, মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাইল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *