চট্টগ্রাম ব্যুরো
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৬ রাউজান আসন থেকে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন এ বি এম ফজলে করিম চৌধুরী। গত কয়েকদিন ধরে দলীয় নেতা-কর্মী দের মাঝে প্রতীক্ষায় ছিল আওয়ামীলীগের প্রার্থী হিসেবে কবে ঘোষণা করা হবে
(২৫ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চট্টগ্রাম-৬ রাউজান আসনে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে নির্বাচন করার জন্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে মনোনয়নের চিটি তুলে দেন দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। বহুল প্রতীক্ষিত এই সু-সংবাদটি ছড়িয়ে পড়ার পর সমগ্র রাউজানের আওয়ামীলীগের দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে নানা শ্রেণী-পেশার মানুষের মাঝে উল্লাস দেখা গেছে। রাউজানের প্রতিটি এলাকায় দলীয় নেতা-কর্মীরা তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করে। এই সু-সংবাদে অনেক জায়গায় মিষ্টি বিতরণ করতে দেখা গেছে দলের নেতা-কর্মীদের মাঝে।
বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৬ রাউজান আসনে এ বি এম ফজলে করিম চৌধুরীর উপর আস্থা রাখায় উপজেলার পূর্বগুজরা ইউনিয়নে চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ নেতৃত্বে এক আনন্দ মিছিল বের হয়। এ সময় কয়েক শতাধিক মানুষ মিছিলে অংশ নেন। বিকেলে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাটে আনন্দ মিছিল বের করে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, রাউজানের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে এবং পৌর এলাকায় আনন্দ মিছিল বের করা হয়।
রাউজানের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এবং আসন্ন নির্বাচনে রাউজান থেকে বিপুল ভোটে ফজলে করিম চৌধুরীকে জয়ী করার জন্য দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।