চট্টগ্রামের ১৬টি আসনে আ’লীগ-বিএনপিতে নতুন মুখের ছড়াছড়ি, কপাল পুড়বে প্রবীণদের

চট্টগ্রাম ব্যুরো….>

চট্টগ্রাম অফিস একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য পদের প্রার্থী হবেন এমন নেতাদের নাম লোকমুখে আলোচনা চলছে। দলীয় মনোনয়ন পেতে বর্তমান এমপির পাশাপাশি কয়েকটি সংসদীয় আসনে দলীয় নেতারাও বিভিন্ন অনুদান, রাজনৈতিক কর্মসূচী ও প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছেন। চট্টগ্রামের অধিকাংশ আসনে পুরাতন-নতুনে মিলে একের অধিক প্রার্থীর নাম আলোচনায় আসছে। আবার অনেক আসনে আওয়ামী লীগের একক প্রার্থীও যেমন  রয়েছে বাদ পড়তে পারে কয়েকজন বর্তমান এম.পিও। মনোনয়ন প্রত্যশী নেতারা হলো।

একক প্রার্থী হিসেবে আছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) বর্তমান এমপি ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) প্রয়াত রফিকুল আনোয়ারের কন্যা উত্তর জেলা আওয়ামীলীগ নেত্রী খতিজা আনোয়ার সনি, সাকে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সহসম্পাদক এটিএম পেয়ারুল ইসলাম। জোটগত নির্বাচন হলে মনোনয়ন পেতে পারেন বর্তমান এমপি ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল হক মাইজভান্ডারী।

চট্টগ্রাম -৩ (সন্দ্বীপ) বর্তমান এমপি মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান শাহজাহান মিয়া, পৌর মেয়র জাফর উল্লাহ টিটু।

চট্টগ্রাম -৪ (সীতাকুন্ড) বর্তমান এমপি দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি আবদুল্লাাহ আল মামুন।

চট্টগ্রাম -৫ (হাটহাজারী) চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা ইউনুচ গণি চৌধুরী। জাতীয় পার্টির সাথে জোটগত নির্বাচন হলে এ আসনে  বর্তমান এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ মনোনয়ন পেতে পারেন।

চট্টগ্রাম -৬ (রাউজান) বর্তমান এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার রোটন।

চট্টগ্রাম -৭ (রাঙ্গুনিয়া-বোয়ালখালী আংশিক)  একক প্রার্থী হিসাবে আছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. হাসান মাহমুদ।

চট্টগ্রাম -৮ (বোয়ালখালী-চান্দগাও) দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ,  সহসভাপতি রাষ্ট্রদূত আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল কাদের সুজন, সিডিএ চেয়ারম্যান এম এ ছালাম, সানোয়ারা গ্রুপের পরিচালক মুজিবুর রহমান, জোটের বর্তমান এমপি জাসদ একাংশের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল, ।

চট্টগ্রাম -৯ (কোতোয়ালী-বাকলিয়া) প্রবাসী কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, সাংবাদিক ও পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী। জোটের বর্তমান এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দীন আহমেদ বাবলু।

চট্টগ্রাম -১০ (ডবলমুরিং-হালিশহর) বর্তমান এমপি মো আফছারুল আমীন, সাইফুদ্দিন খালেদ বাহার, নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দীন বাচ্চু ও  যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ।

চট্টগ্রাম -১১ (হালিশহর-পতেঙ্গা) বর্তমান এমপি এমএ লতিফ, নগর আওয়ামীলীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, সদস্য রোটারিয়ান ইলিয়াস। তবে বিতর্কিত ভূমিকার কারণে বাদ পড়তে পারেন বর্তমান এম.পি এম এ লতিফ।

চট্টগ্রাম -১২ (পটিয়া) বর্তমান এমপি সামশুল হক চৌধুরী, যুবলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম, বিজিএমই সহসভাপতি ও জেলা আওয়ামীলীগের সাস্কৃতিক সম্পাদক নাছির উদ্দীন।

চট্টগ্রাম -১৩ (আনোয়ারা) বর্তমান এমপি ও ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নাম একক প্রার্থী হিসাবে আলোচনায় আছে। এছাড়াও যারা মনোনয়ন চান তারা হলো সংরক্ষিত আসনের বর্তমান এম.পি ওয়াসিকা আয়েশা খান ও নুরুল কায়ুম খান।

চট্টগ্রাম -১৪ (চন্দনাইশ) বর্তমান এমপি মোঃ নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

চট্টগ্রাম -১৫ (সাতকানিয়া) বর্তমান এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক  আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দীন হাসান। তবে বর্তমান এম.পি নদভীর মনোনয়ন না পাওয়ার সম্ভাবনায় বেশি। সেক্রেত্রে আমিনুল ইসলামই পাবেন দলীয় মনোনয়ন।

চট্টগ্রাম -১৬ (বাশঁখালী) বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা ও পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান সিআইপি, আবদুল্লাহ কবির লিটন। বিতর্কিত ভূমিকার কারণে বাদ পড়তে পারে বর্তমান এম.পি মোস্তাফিজ, সেক্রেত্রে কপাল খুলতে পারে নতুন মুখ মুজিবুর রহমানের।

আওয়ামী লীগের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও এই ক্ষেত্রে বসে নেই।

আন্দোলন-সংগ্রামের সূতিকাগার চট্টগ্রামে বিএনপি’র নেতারা বড়ই তৎপর হয়ে উঠেছেন। নানা প্রতিবন্ধকতার মধ্যেও তারা সকল শক্তি নিয়োগ করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। চলছে নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে জল্পনা-কল্পনা। ঘটতে পারে নতুন-পুরাতন প্রার্থীর সমন্বয়। একাধিক সূত্রে পাওয়া সম্ভাব্য প্রার্থীরা হলো,

চট্টগ্রাম -১ (মীরসরাই) শিল্পপতি এমডি কামাল উদ্দিন চৌধুরী, সাবেক এমপি এম এ জিন্নাহ, থানা বিএনপির সাবেক আহ্বায়ক সাইদ চৌধুরী,  ড. এম এম এমরান চৌধুরী, মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, জেড এ খান, নিউইয়র্ক বিএনপির সভাপতি পারভেজ সাজ্জাদের নাম শোনা যাচ্ছে।

চট্টগ্রাম -২ (ফটিকছড়ি) : বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী বা ছেলে হুম্মাম কাদের চৌধুরী, কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, বিএনপির কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক নুরী আরা ছাফা, পেশাজীবি নেতা ডা. খুরশিদ জামিল চৌধুরী। ফটিকছড়ি বিএনপিও এবার কোনো অতিথিকে মনোনয়ন দেয়া হোক সেটা চাচ্ছেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *