এম. তানভীর আলম:
২৬এপ্রিল বুধবার এসআই/মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম, সঙ্গীয় এস আই/ মোঃ নজরুল ইসলাম, এএসআই/নন্দন চন্দ্র সরকার, কং/৬১৩ কামাল উদ্দিন, কং/৬৫৮ মোঃ ইসমাইল হোসেন, কং/১০৬৭ আব্দুল হাই, কং/৬৭০ জ্ঞানময় চাকমা,কং/১৫১৪ সাইফ উল্লাহ, সকলেই জেলা গোয়েন্দাশাখা, কুমিল্লাগনদের নিয়া মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনা কালে, গোপন সংবাদের ভিত্তিতে ২৭/০৪/১৭ খ্রিঃ তারিখ রাত্র ০১:৩৫ ঘটিকার সময় সদর দক্ষিন মডেল থানাধীন, বালুতোপা- টু- সুয়াগাজী রোডের নোয়াগাঁও দীঘির পাড় চৌধুরী প্রজেক্টের বিপরীতে পৌছা মাত্রই তথায় অবস্থানরত মাদকদ্রব্য ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পাইয়া দিক-বেদিক ছুটাছুটি করতঃ মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করিয়া এলোপাতারী গুলি ছুটতে থাকে। তখন আত্ম রক্ষার্থে এসআই/মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম এর নির্দেশে সঙ্গীয় পুলিশ কং/৬১৩ মোঃ কামাল উদ্দিন এর নামে ইস্যুকৃতসটগান নং-৩১৫ হইতে ০৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেন। ঐ সময় মাদকদ্রব্য ব্যবসায়ীরা দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে, তাহাদের ধাওয়া করার সময় মাদক ব্যবসায়ীদের আঘাতে সঙ্গীয় কং/৬১৩ মোঃ কামাল এর ডান পায়ের হাটুর নীচে এবং কং/১৫১৪ মোঃ সাইল উল্লাহ এর উভয় পায়ে গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। তখন ঘটনাস্থলে আসামী (১) মোঃ জসিম উদ্দিন @ গাদ্দার জসিম (৪০), পিতা- ওহাব মিয়া, সাং-উলুরচর, থানা-সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লাকে বাম পায়ের হাটুতে জখম অবস্থায় ধৃত করেন। উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উক্ত ধৃত আসামী মোঃ জসিম উদ্দিন@ গাদ্দার জসিম এর দখল ও হেফাজতে থাকা ০৫ টি প্লাষ্টিকের বস্তা তল্লাশী করিয়া প্রতি বস্তায় ২০০ বোতল করিয়া (২০০দ্ধ৫)=১০০০ বোতল ফেনসিডিল, উদ্ধার করিয়া এসআই মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম ২৭/০৪/১৭ খ্রিঃ তারিখ রাত্র ০২:১০ ঘটিকার সময় উক্ত ১০০০ বোতল ফেনসিডিল আলামত হিসাবেজব্দ করেন। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ জসিম উদ্দিন @ গাদ্দার জসিম তাহার নাম ঠিকানা প্রকাশ করে এবং সাক্ষীদের মোকাবেলায় স্বীকার করে যে, তাহার সহযোগী আসামী (২) মোঃ এনা মিয়া, (৩) ছবু মিয়া, (৪) জলিল মিয়া, (৫) মাজহারুল @ রংপুরী মাজহারুল, তাহারা পালাইয়া গিয়াছে। পলাতক আসামী মোঃ এনা মিয়া এর সহায়তায় উক্ত উদ্ধার ও জব্দকৃত আলামত ১০০০ বোতল ফেনসিডিল সীমান্তবর্তী এলাকা হইতে সংগ্রহকরিয়া আনিয়া বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ধৃত আসামীসহ পলাতক আসামীগন তাহাদের নিজ দখল ও হেফাজতে রাখিয়া উক্ত স্থানে অবস্থান করিতেছিল। ধৃত আসামী মোঃ জসিম উদ্দিন @ গাদ্দার জসিমকে আরও জিজ্ঞাসাবাদে স্বীকারকরে যে, সে আরও একাধিক মাদকদ্রব্য মামলার পলাতক আসামী। ধৃত জখমী আসামী মোঃ জসিম উদ্দিন @ গাদ্দার জসিমকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লায় চিকিৎসার জন্য প্রেরন করিলে, তাহাকে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করেন এবং সঙ্গীয় জখমী কং/৬১৩ মোঃ কামাল ও কং/১৫১৪ মোঃ সাইফ উল্লাহদ্বয়কে কুমিল্লা জেনারেল হাসপাতাল, কুমিল্লায় চিকিৎসার্থেপ্রেরন করেন। উক্ত ঘটনায় পুলিশ বাদী হইয়া সদর দক্ষিন মডেল থানায় ০২টি পৃথক পৃথক এজাহার দায়ের করা হইতেছে। একই অভিযানে কোতয়ালী মডেল থানাধীন, ০৬নং জগন্নাথপুর ইউনিয়নের অন্তর্গত, মনাগ্রাম সাকিনস্থ তিন রাস্তার মোড় হইতে আসামী মোঃ শাহীন আলম (৩৬), পিতা- মৃত নুরুল হক, মাতা-আনোয়ারা বেগম, স্ত্রী-ফেরদৌসী বেগম, সাং-তেলিকোনা সাহাপাড়া (কাউন্সিলর সোহেলের বাড়ীর নিকট),থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা এর দখল ওহেফাজত হইতে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করিয়া জব্দ করা হইয়াছে এবং সদর দক্ষিন মডেল থানাধীণ, হোটেল জোড়কানন এর বিপরীতে বাটপাড়া রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশর্^ হইতে আসামী মোঃ সেলিম মিয়া (৪৭), পিতা- মৃত আলী মিয়া, মাতা-আয়ফুলন নেছা,স্ত্রী-নাছিমা বেগম, সাং-জোলাই কুড়িয়াপাড়া, থানা-সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা এর দখল ও হেফাজত হইতে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করিয়া জব্দ করা হইয়াছে। বর্ণিত ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রযোজ্য ধারায় এজাহার দায়ের করা হইয়াছে।