ফেনী প্রতিনিধিঃ
ফেনীর দাগনভূঞায় ধর্ষণের চেষ্টাকালে আনিস (২৬) নামে এক বখাটের জিহ্বা কেটে নিয়েছেন আক্রান্ত গৃহবধূ। বুধবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্বরামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। জিভ হারিয়ে পালালেও পরে আনিসকে অাটক করেছে পুলিশ।
সে ওই এলাকার আইন উদ্দিন ভূঞা প্রকাশ চোকিদারবাড়ী প্রকাশ আইন উদ্দিন মুহুরীবাড়ীর মো. ইদ্রিসের ছেলে।
এলাকাবাসী জানান, ওই গৃহবধূকে প্রায়ই উত্ত্যক্ত করতো বখাটে ও মাদকাসক্ত আনিস। বুধবার রাত দেড়টার দিকে গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে আনিস জানালা খুলে ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় কৌশলে আনিসের জিভ কামড়ে কেটে নেন ওই গৃহবধূ। তৎক্ষণাৎ পালিয়ে যায় ‘জিভকাটা’ আনিস।
সকালে এলাকাবাসী ঘটনা জানতে পেরে ইউনিয়ন পরিষদে (ইউপি) বিচার দিলে তারা পুলিশকে জানায়। পুলিশ অভিযান চালিয়ে আনিসকে আটক করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জানান, আনিসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আনিসের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।