অাবদুল্লাহ রিয়েল>>
ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুরে অসহায় কুষক নুরুল অামিনের বসতভিটা ও অাবাদি জমি দখলের তোড়জোড় করছে স্থানীয় প্রভাবশালী অাবুল খায়ের ও সুইডেন প্রবাসী অাবুল কালাম গং। এ ঘটনায় অাদালতে তিনটি মামলা বিচারাধীন।
বৃহষ্পতিবার সরেজমিনে জানা যায়, ১৪নং চর মজলিশপুর মৌজার বিএস ৩১১ খতিয়ানে পৈত্রিক ও খরিদা সুত্রে নুরুল অামিন বসতভিটা ও আবাদি ১০০ শতক সম্পত্তির মালিক থাকিয়া বিএস জরিপে রেকর্ড করাইয়া সরকারী খাজনাপাতি পরিশোধ ক্রমে ভোগদখলে অাছেন। প্রতিবেশি সুইডেন প্রবাসী কামাল উদ্দিন তার ভাই জসিম উদ্দিন, নিজাম উদ্দিন সহ অাবুল খায়েরের সাথে হাত মিলিয়ে সুদুর প্রসারী পরিকল্পনা করে। অাবুল খায়েরের কুচক্রান্তে কামাল উদ্দিন গং কিছুদিন অাগে নুরুল অামিন এর বাড়ীর পশ্চিম পাশে নতুন বাড়ী নির্মান করে। বাড়ী ও দ্বিতল ইমারাত নির্মান করলেও অসত উদ্দেশ্যে চলাচলের কোন রাস্তা রাখে নাই। কামাল গং লোভলালসা দেখিয়ে অাবুল খায়েরকে প্রলুব্ধ করে নুরুল অামিনের বাড়ির অংশ জবর দখল করে রাস্তা করার প্রস্তুতি নেয়। কৃষক নুরুল অামিন জানান, কামাল গং ও আমার ভাই অাবুল খায়ের ইতিমধ্যে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে অামার গোসলখানা, গোয়ালঘর, পুকুরের ঘাটলায় সহ চলাচলের জায়গায় খুটি পুতেছে। অব্যহত ভাবে হত্যা ও গুম করার হুমকি দিয়ে অাসছে। তিনি অারো বলেন, আমার দুই যুবতি মেয়ে ও স্কুল ছেলে সহ অামার পরিবারের জান মাল রক্ষার্থে সর্বমহলের সহযোগীতা কামনা করি।
চর মজলিশপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ হোসেন জানান, কামাল গংদের চলাচলের জন্য বিকল্প রাস্তার জায়গা রয়েছে। সমঝোতার ভিত্তিতে ওই পথে রাস্তা খোলা যাবে। উভয় পক্ষের উপস্থিতিতে শালিশ বৈঠকে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছি, অাবুল খায়ের আমাদের রায় মানেনি। বর্তমানে যেহেতু অাদালতে বিচারাধীন তাই অামার কিছুই করার নেই।