ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইলে তিনদিন আগে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সের শিশুর গলিত লাশ পাওয়া যায় যুগের হাওড়ে। গত মঙ্গলবার গলিত লাশ উদ্ধারের পর রাতে তার পরিচয় পাওয়া গেছে।
শিশুটি নান্দাইল শহরের আসবাবপত্র ব্যবসায়ী মো. ফয়সল আহমেদের ছেলে আবদুল্লাহ আল আরাফাত ফাহাদ। সে শহরের আচারগাঁও আলিম মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র। গত শনিবার থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় পুলিশ গতকাল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে হত্যায় অভিযুক্ত সন্দেহে পৌরশহরের বাচ্চু মিয়ার ছেলে সাগর(১৪),কেনন মিয়ার ছেলে শেবিন(১৪) ও রুস্তমের ছেলে আনোয়ারকে(১৫) কে আটক করে।
স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, নিহত শিশুর বাবা ফয়সল আহমেদ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সৈনিক। তিনি উপজেলা জাহাঙ্গীপুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। ব্যবসা সূত্রে তিনি নান্দাইল শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।