কালিগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আইন শৃঙ্খলা, চোরাচালান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ, উপজেলা ঈমাম সমিতির সভাপতি  হাফেজ মাওঃ আব্দুল গফুর, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,

কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা জাসদের সভাপতি শেখ মোদাচ্চের হোসেন জান্টু, শিক্ষক সৈয়দ মোমেনুর রহমানসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। এ অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান বলেন থানা এলাকায় আইন শঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সদা প্রস্তুত রয়েছে।

কোনো প্রকার বিশংঙ্খলা মোকাবেলায় পুলিশ বিগতদিনের তুলনায় অনেক শক্তিশালী। আসন্ন নির্বাচন কে পুঁজি করে কেহ যেনো ফায়দা হাছিল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখছি।সন্দেহ ভাজন অপরিচিত কাঔকে এলাকায় দেখলেই পুলিশ প্রশাসনকে জানানোর জন্য বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *