টাকার বিনিময়ে অযোগ্যদের মনোনয়ন দিচ্ছে বিএনপি

নিউজ ডেস্কঃ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাকার বিনিময়ে মনোনয়ন দিচ্ছে বিএনপি। খোদ দলটির সিনিয়র নেতাকর্মীরা একথা বলছেন। ফলে বঞ্চিত হচ্ছেন দলটির ত্যাগী নেতারা। অল্প কিছুদিন আগেই দলটির সিনিয়র নেতা এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, তারিকুল ইসলাম, এম কে আনোয়ারসহ কয়েকজনের বিপক্ষে এমন অভিযোগ তুলেন দলটির অনেক সিনিয়র নেতারা।

সুযোগসন্ধানী ও সুবিধাভোগীরা টাকার বিনিময়ে বিএনপির থেকে মনোনয়ন নিচ্ছেন। তৃণমূলের নেতাকর্মীরা তাদের পছন্দের প্রার্থীর হয়ে নির্বাচন করতে পারছেন না। তারা ভেবে পাচ্ছেন না কি কারণে দলটির সিনিয়র নেতারা  এসব সুবিধাভোগী সুযোগসন্ধানী নেতাদের মনোনয়ন দিচ্ছেন।

বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা অভিযোগের সুরে বলেন, কয়েক কোটি টাকার বিনিময়ে বিএনপির সিনিয়র নেতারা এসব সুবিধাবাদীদের মনোনয়ন দিচ্ছেন। এসব সুবিধাবাদীরা বিএনপির খারাপ সময়ে কখনোই পাশে ছিলেন না। নির্বাচনকে সামনে রেখে টাকা দিয়ে মনোনয়ন নিচ্ছেন এসব সুবিধাবাদী নেতারা আর বাদ পড়ছেন দলটির ত্যাগী মনোনয়নপ্রত্যাশী নেতারা।

এসকল ধান্দাবাজ, সুবিধাবাদী, সুযোগসন্ধানীদের মনোনয়ন দিলে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগের হয়ে নির্বাচন করারও হুমকি দিয়েছেন। এ সকল নেতার হয়ে তারা কিছুতেই নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না। ত্যাগী নেতাদের পাশেই থাকতে চান বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনিয়র নেতা বলেন,  বিএনপির জন্য বিষয়টি খুবই লজ্জাজনক। নির্বাচনের পূর্বে যদি এই অবস্থা হয় তবে নির্বাচনের পর বিএনপির কী অবস্থা হবে সেটি সহজেই অনুমান করা যায়। দুর্নীতির থাবা থেকে মুক্ত হতে পারছে না বিএনপি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এসকল নেতাদের কারণেই বিএনপির আজ এই বেহাল পরিস্থিতি।

বিএনপি এসব সিনিয়র নেতাদের এমন অর্থলোভ এটি নতুন নয়।  ক্ষমতায় থাকাকালে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার লুটপাট করে দেশে জঙ্গী-সন্ত্রাস-দুর্নীতির রাজত্ব কায়েম করেছিলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *