শেখ পরিবারের নতুন চমক তন্ময়

বাংলারদর্পন :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শেখ সারহান নাসের তন্ময়। শেখ পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্য হিসেবে রাজনীতিতে আসা এ তরুণ বাগেরহাট-২ আসন থেকে মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছেন। যদিও তাকে মনোনয়ন দেওয়ার জন্য স্থানীয় আওয়ামী লীগ দাবি জানিয়ে আসছিল। ফলে তাদের প্রত্যাশাও পূরণ হয়েছে।

শেখ সারহান নাসের তন্ময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে শেখ হেলাল উদ্দীন এমপির একমাত্র ছেলে। সম্প্রতি কয়েকটি রাজনৈতিক অনুষ্ঠানে তার সরব উপস্থিতি ও অত্যন্ত আকর্ষণীয় বাচনভঙ্গিতে দেওয়া বক্তৃতা সবার নজর কেড়েছে।

তন্ময়ের বাবা শেখ হেলাল উদ্দীন এবারও বাগেরহাট-১ থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন। আর মেঝ চাচা শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের মনোনয়ন পেয়েছেন।

জানা যায়, ২০০১ সালে প্রধানমন্ত্রী যখন বাগেরহাট-১ আসনে নির্বাচন করেন তখন থেকেই তন্ময় রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন। ওই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন। এরপর থেকে বিদেশে পড়ালেখার ফাঁকে ফাঁকে দেশে এলেই দলীয় অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *