রাণীনগরে মহান বিজয় দিবস পালিত

এ বাশার চঞ্চল, নওগাঁ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মত বিপুল উৎসাহ উদ্দীপনা ও উল্লাস মুখর পরিবেশে নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২.০১ মিনিটে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের নানা কর্মসূচি শুরু হয়। কর্মসূচির মধ্যে ছিল সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন সংগঠনের সমাবেশ ও কুচকাওয়াজ। পরে রাণীনগর মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড: মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। অপর দিকে উপজেলা আওয়ামী লীগ, থানা বিএনপি, জাতীয় পার্টি, রাণীনগর প্রেস ক্লাব, নিরাপদ সড়ক চাই (নিসচা), সুজন-সুশাসনের জন্য নাগরিক সহ রাণীনগর উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক অংগসংগঠন ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ সহ নানা কর্মসূচি পালন করে।
Related News

মুজিববর্ষ উপলক্ষে সোনাগাজীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন
মুজিববর্ষ উপলক্ষে ফেনীর সোনাগাজীতে ১হাজার ৪শ নাগরিকের অংশ গ্রহণে উৎসব মুখর পরিবেশে বক্তারমুন্সি শেখ শহীদুলRead More

অনিবার্য কারণবসত মির্জার বহিষ্কারাদেশ সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে – সেলিম চৌধুরী
নোয়াখালী প্রতিবেদকঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাইRead More