অারিফ, দোহা থেকে,প্রকাশ- ১৬ ডিসেম্বর ২০১৬।
বৃহস্পতিবার রাতে কাতারের বাজধানী দোহার একটি হোটেলে কাতারস্থ ফেনী জেলা জাতীয়বাদী সমর্থক গোষ্ঠী কতৃক আয়োজিত এক অনুষ্টানে সংবর্ধনা দেয়া হয় সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সামছুদ্দিন খোকন চেয়ারম্যানকে।
উক্ত সংবর্ধনায় সভাপতিত্ব করেন কাতারস্থ ফেনী সমিতি যুগ্ন অাহবায়ক সোনাগাজীর কৃতি সন্তান মোকাররম আলী চৌধুরী।
অারো বক্তব্য রাখেন কাতার বি এন পির আহ্বায়ক সহিদুল হক, কাতার বি এন পির সাবেক সভাপতি আবু ছায়েদ , যুবদলের কেন্দ্রিয় কমিটির সহ আন্তর্জাতিক দপ্তর সম্পাদক ও কাতার বি এন পির সদস্য সচিব শরিফুল ইসলাম সাজু প্রমূখ।