নোয়াখালী প্রতিনিধি:
আগামী ২৬ ডিসেম্বর নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের নির্ঘুম প্রচারণা।
প্রতীক পাওয়ার পর থেকে চলছে উঠান বৈঠক, গণসংযোগ, পথসভা ও মিছিলসহ বিভিন্ন ধরনের প্রচারণা। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং সাধারণ মানুষের সর্বাধিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নৌকায় ভোট চাচ্ছেন আওয়ামী লীগ নেতারা।
মঙ্গলবার বিকালে কবিরহাট উপজেলার ০৬ নং ধানশালিক ইউনিয়নের ধানশালিক বাজারে নৌকার প্রার্থী ইয়াকুব নবীর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সদস্য আবু তাহের, নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নিলুফার মমিন, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, ধানশালিক ইউনিয়নে নৌকার প্রার্থী ইয়াকুব নবী।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জানেন কীভাবে সমস্যাকে সম্ভাবনায় পরিণত করতে হয়। তাঁর নেতৃত্বে তৃণমূল থেকে সরকারের সর্বোচ্চ পর্যায়ে উন্নয়ন অব্যাহত আছে। এই উন্নয়ন প্রান্তিক পর্যায়ে আরো গতিশীল করতে জননেত্রী শেখ হাসিনা এবং জননেতা ওবায়দুল কাদেরের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিন। উন্নয়ন করার দায়িত্ব নৌকার মাঝিদের। চলমান ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয়া দলীয় নেতাদের ব্যাপারে হুশিয়ারী উচ্চারণ করেন জেলা নেতারা।
সন্ধ্যায় উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট বাজারে নৌকার প্রার্থী মহি উদ্দিন টিটুর পক্ষে প্রচারণায় অংশ নেন নেতৃবৃন্দ।