ফেনীতে মাসুদ চৌধুরী : আ.লীগ-জাতীয়পার্টির মতবিনিময় : ভোটারদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস

সৈয়দ মনির আহমদ >>
মহাজোট মনোনীত ফেনী-৩ আসনের প্রার্থী লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ২৬নভেম্বর সকালে আসলে ভোটারদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। দুপুর ২টায় জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসুদ চৌধুরী।
তিনি বলেন, রাষ্ট্রের সুশৃঙ্খল ও নিরাপত্তা বাহিনীতে দায়ীত্বে থাকা কালিন স্বাধ্যমত দেশ ও  জনগনের সেবা করেছি। অষ্ট্রেলিয়ার রাষ্ট্রদূত থাকাকালেও প্রবাসিদের জন্য কাজ করেছি। বিপুল জনগোষ্ঠীর সেবা করতেই রাজনীতিতে প্রবেশ করেছি। মহাজোট মনোনয়ন দিয়েছে, দল ও দলের অাদর্শ লালন করে এমন নেতাকর্মীদের সহযোগীতা থাকলে অবশ্যই নির্বাচিত হব। নির্বাচিত হলে ফেনীর চলমান উন্নয়নের ধারা আরো তরান্বিত হবে, বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন এবং মাদক ও সন্ত্রাস মুক্ত ফেনী গঠনের লক্ষে কাজ করবো।
জেলা জাতীয় পার্টির সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও সোনাগাজী পৌর কাউন্সিলর নুর নবী লিটনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, জাতীয় পার্টির সোনাগাজী সভাপতি আবু সুফিয়ান, দাগনভুঞা সাধারন সম্পাদক এড রবিউল হক প্রমুখ। বিকেল ৪টায় পৌরসভাস্থ পাগলা মিয়ার মাজার জিয়ারত করে তিনি।
এরপর বিকেল ৫টায় জেলা অাওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেনারেল মাসুদ চৌধুরী। জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুৃষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *