সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে ধর্ষনের অভিযোগে এক বখাটে যুবককে অাটক করে পুলিশে দিয়েছে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইফতেখার হোসেন।
সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার হারুন অর রশিদ জানান, রোববার রাতে বাদামতলী গ্রামের সবুজ মুক্তার বাড়ীর কিশোরী(১৬) প্রাকৃতিক কাজে ঘর থেকে বাহির হয়।
পাশের জঙ্গলে ওঁত পেতে থাকা বখাটে কিরন (২৮) ওই কিশোরীকে ঝাপটে ধরে জঙ্গলে নিয়ে ধর্ষন করে।
সোমবার দুপুরে বিষয়টি স্থানীয় প্রভাবশালীরা মিমাংসার চেষ্টা করলে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ধর্ষককে অাটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ তাকে অাটক করে থানায় নিয়ে অাসে। কিশোরীকে চিকিৎসার জন্য সোনাগাজী হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি অারো জানান, মামলার প্রস্তুতি চলছে।