রপ্তানী উন্নয়ন ব্যুরো কুমিল্লার আয়োজনে ফেনী চেম্বারে রপ্তানী দলিলাদি বিষয়ক সেমিনার 

 

ফেনী প্রতিনিধি :

রপ্তানী উন্নয়ন ব্যুরো কুমিল্লার আয়োজনে ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহযোগিতায় রপ্তানী দলিলাদি বিষয়ক সেমিনার ২২ মে সোমবার ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

 

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম এর সভাপতিত্বে সেমিনারে রপ্তানী দলিলাদি বিষয় নিয়ে আলোচনা করেন রপ্তানী উন্নয়ন ব্যুরো ঢাকার পরিচালক  আবুল কালাম আজাদ।

রপ্তানী দলিলাদি বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানী উন্নয়ন ব্যুরো কুমিল্লার সহকারী পরিচালক জাকির আহমেদ।

 

রপ্তানী উন্নয়ন ব্যুরো কুমিল্লার আইসিটি’র ইনচার্জ শেখ মো. ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় সেমিনারে আলোচনা করেন-শামছুদ্দিন তাওয়েলস এর ব্যবস্থাপনা পরিচালক মাইন উদ্দিন চৌধুরী কামরান, জেনিথ ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক ড. বেলাল উদ্দিন আহম্মেদ, মৌবন ফুড পোডাক্ট এর সত্ত্বাধিকারী ও ফেনী পল্লী বিদ্যুাত সমিতির সভাপতি আবদুল মোতালেব, আব্দুল কুদ্দুস লিঃ এর সত্ত্বাধিকারী মহিনুর জাহান লাভনী, শতরুপা হ্যান্ড মেইল পেপার এর সত্ত্বাধিকারী আবদুর রব, পাগলা বাবা পিভিসি পাইপ ইন্ডাষ্ট্রির সত্ত্বাধিকারী সৈয়দ শামছুল আলম মাছুম, ফেনী দাওয়া খানার পরিচালক আবুল হোসেন, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম মাওলা, জুনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান সাইফু, পরিচালক আলহাজ্ব আবুল কাশেম, আব্দুস ছেলিম, খোন্দকার নজরুর ইসলাম, রাশেদুল হাজারী, সিরাজুল ইসলাম পাটোয়ারী, ফরিদ উদ্দিন পাঠান, গোলাম ফারুক বাচ্চু, বজলুল করিম মজুমদার হারুন, সাবেক পরিচালক আব্দুল মোতালেব হুমায়ুন, আব্দুল গোফরান বাচ্চু ও শহীদুল্লাহ হাজারী প্রমুখ। সেমিনারে বিভিন্ন বিভাগের ৫০জন ব্যাবসায়ী অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *