ঢাকা : পাওনা টাকা দেয়ার কথা বলে বন্ধুর স্ত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেছে নাজুমল নামের এক যুবক। গত শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই নারী রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
ধর্ষিতার স্বামী জানান, রাত ১২টায় বাসায় ফেরার পর তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করেন এত রাত পর্যন্ত কোথায় ছিলে। তখন সে লজ্জায় আমাকে কিছু বলেনি। রবিবার সে বিষয়টি সমপর্কে আমাকে সবকিছু জানায়। এরপর রাতে তিনি স্ত্রীকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
এদিকে ধর্ষিতা অভিযোগ করে বলেন, কামরাঙ্গীরচরে ৫ নম্বর গলিতে ভাড়া বাসায় থেকে তার স্বামী মোবাইল এক্সেসরিজের ব্যবসা করেন। স্বামীর বন্ধু নাজমুলও একই ব্যবসা করেন। নাজমুল থাকেন রায়ের বাজার এলাকায়। নাজমুলের কাছে ওই নারীর কিছু টাকা পাওনা ছিল। শুক্রবার সন্ধ্যার পর পাওনা টাকা আদায়ের জন্য তিনি নাজমুলের বাসায় যান। এ সময় নাজমুলের বাসায় কেউ ছিল না। এই সুযোগে সে আমাকে ধর্ষণ করে।