সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার ৯নং নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামের পুরাতন রাজবাড়ি থেকে রোকেয়া বেগম(৩০) নামের এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করেছে পরিবার।
ঐ মহিলার স্বামী আবুল কাশেম ও ছেলে ফয়সাল জানান, রোকেয়া বেগম গত দুইদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ির বাহিরে ছিল। গত রোববার সন্ধায় মহিলাটি মহদিয়ার ও রাজবাড়িতে অবস্থান নেয়।
সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব রবিনের সহযোগীতায় মহিলাটির পরিবারের খোঁজ পাওয়া যায়। খবর পেয়ে সোমবার দুপুর ১২টার সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রহিম উল্লাহ মিলন, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন তোতা ও সিনিয়র যুবলীগ নেতা মোঃ হারিছের নেতৃত্বে উক্ত মহিলাকে উদ্ধার করে তার ছেলে ও ভাইয়ের হাতে হস্তান্তর করা হয়।
এসময় রোকেয়া বেগমের ছেলে ও ভাই এলাকাবাসীর প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন ।