ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে ডাকাতি প্রস্তুতিকালে শহিদুল ইসলাম ভুলু ও আলমগীর হোসেন নামে দুই ডাকাত কে আটক করেছে পুলিশ।জানাযায়, রবিবার রাতে তাদেরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মতিগঞ্জ বাজার সংলগ্ন ব্রীকফিল্ড এলাকা থেকে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে একটি এলজি,বন্দুকের ২ রাউন্ড কার্তুজ ও ৮ টি রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউছার জানায়, মতিগঞ্জের ব্রীকফিল্ডের পাশে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে হানা দিয়ে অস্ত্র,গুলিসহ দুই ডাকাত কে আটক করতে সক্ষম হলেও অন্য ডাকাতেরা পালিয়ে যায়।
তিনি আরও জানান,ধৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য।তাদের বিরুদ্ধে সোনাগাজী থানাসহ কুমিল্লার নাঙ্গলকোট থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
ডাকাত শহিদুল ইসলাম ভুলু সোনাগাজী সদর ইউপির ছাড়াইতকান্দি গ্রামের সামছুল হক মিয়ার ছেলে হলেও অপর ডাকাতের বাড়ী কুমিল্লার নাঙ্গলকোট থানায় অবস্থিত।
তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্ততি ও অস্ত্র অাইনে মামলা রুজু করে সোমবার বিকালে ফেনী বিজ্ঞ অাদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।