ফেনী প্রতিনিধি ঃ লালপাল যুবসমাজের উদ্যােগে রােহিঙ্গাদের মাঝে কােরআন শরীফ ও নগদ টাকা বিতরণ করা হয়েছে । গতকাল দুপুরে কক্সবাজারের উখিয়ায় যুব সমাজের কােরআন শরীফ ও নগদ টাকা বিতরণ কালে উপস্থিত ছিলেন,দৈনিক আজকের সংবাদের স্টাফ রিপাের্টার ও সাপ্তাহিক নির্ভীকের নির্বাহী সম্পাদক ওমর ফারুক, ফেনী’ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন, লালপাল জামে মসজিদের খতীব মাওলানা মাে. ইলিয়াছ,নয়ন ও ফরিদ প্রমুখ। এসময় রােহিঙ্গাদের মাঝে ১০ টি কােরআন শরীফ ও নগদ ৩৫ হাজার বিতরণ করা হয়।