চট্টগ্রাম ব্যুরো :
প্রবল বৃষ্টিপাতে রাউজানে বিভিন্ন এলাকায় বন্যা কবলিত হওয়া বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামীলীগনেতা মাহফুজুর হায়দার চৌধুরী রোটন গত বেশকিছুদিন ধরে রাউজানের পৌরসভাসহ বিভিন্ন এলাকায় নারী- পুরুষদের মাঝে ব্যাপক ত্রান সামগ্রী বিতরন করেন। হাঁটু থেকে কোমর পানিতে নেমে রোটন পৌরসভার বিভিন্ন এলাকা ঘরে, ঘরে গিয়ে ত্রান সামগ্রী দেন। এসময় রাউজানের মানুষ রোটনকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন, অনেকেই মাথায় হাত বুুলিয়ে দিয়ে দোয়া করেন। তখন রোটন বলেন, রাউজানবাসী সুখে- দু:খে আমি পাশে আছি, রাউজানের মানুষের দোয়া ও ভালোবাসায় এবং সেবা করে আমি আগামী দিনগুলো কাঁটাতে চাই, রাউজানে প্রতিটি জনপদের মানুষ আমার পরম আত্বীয় তাই এমন দু:খের দিনে আমি পাশে আছি- থাকব। ত্রান সামগ্রী বিতরনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি ফরহান আহমেদ, সহ- সম্পাদক এসএম আরিফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ফরহাদুল আনোয়ার তপু, উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আজমগীর মোমিনুল হক চৌধুরী আরাফাত হোসেন, সেলিম উদ্দীন, মেহরাব মুরাদ, মিরাজ আহমেদ, সাকিব হোসেনসহ বিভিন্ন এলাকার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতা- কর্মীরা ছিলেন।