রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
ঢাকা -খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় সদর ইউনিয়নের যৌথ খামার হতে আজ (রবিবার) দুপুর একটার সময় দুইজন বিক্রয় কর্মিকে অপহরণ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী রাস্তায় গাড়ি থামিয়ে জুয়েল ট্রেড়ার্স এর মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ মনজুর আলম (৩৫) ও মিস্ত্রি রাজু মিয়া (২৭) কে অপহরণ করে রামগড় সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর দিকে নিয়ে যায়।
বিক্রয় কর্মীরা ফেনী হতে জুয়েল ট্রেডার্স এর প্লাষ্টিকের মালামাল নিয়ে (ফেনী-ন১১-১৪১) পিকাপ গাড়ীনিয়ে খাগড়াছড়ি যাচ্ছিল।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি যায়। ঘটনার বিবরণ মতে অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনী অভিযান পরিচালনা করছেন। পিকাপ গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।