ফেনী প্রতিনিধি : মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে এগিয়ে নিতে সর্বোপরি স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। ফেনী জেলা শ্রমীকলীগের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রোকেয়া প্রাচী এসব কথা বলেন। অারো বলেছেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর যোগ্য নেতৃত্বে জেলা আওয়ামী লীগ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। আগে প্রচার ছিল ফেনী বিএনপি-জামায়াতের ঘাঁটি। বর্তমানে নিজাম হাজারী এমপির দক্ষ ও যোগ্য নেতৃত্বে ফেনী আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিণত হয়েছে। আগামী নির্বাচনে ফেনী-৩ আসন থেকে জননেত্রী শেখ হাসিনা যাঁকেই মনোনয়ন দেবেন আমারা সকলে মিলে নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাব। মনে রাখতে হবে নৌকার বিজয়ে আমরা সবাই এক ও অভিন্ন।
জেলা শ্রমীকলীগের সভাপতি সামছুজ্জোহার সভাপতিত্বে ও জালাল হাজারীর সঞ্চালনায় বুধবার বিকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা অা’লীগের সভাপতি অাবদুর রহমান বিকম। অারো উপস্থিত ছিলেন জেলা অা’লীগের দপ্তর শহিদ খোন্দকার।