৬ ডিসেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে ইসলামী অান্দোলন

নিজস্ব প্রতিবেদকঃ
| প্রকাশ : ৪ ডিসেম্বর, ২০১৬ : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, মিয়ানমারে অব্যাহত মুসলিম গণহত্যা, নারী ও শিশুদের ধর্ষণ ও বাড়ী-ঘরে অগ্নিসংযোগ এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়াসহ সকল নাগরিক সুবিধা নিশ্চিত এবং চরম নির্মমতার প্রতিবাদে পীর সাহেব চরমোনাই ঘোষিত আগামী ১৮ ডিসেম্বর ২০১৬ মিয়ানমার অভিমুখে লংমার্চ এবং ৬ ডিসেম্বর মঙ্গলবার ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচী যে কোন মূল্যে সফল করা হবে।
গতকাল পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন যুগ্ম মহাসচিব-অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন ও মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আলহাজ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সহ-প্রচার সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি হেমায়েতুল্লাহ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, অর্থ সম্পাদক আলহাজ হারুনুর রশীদ, ঢাকা দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকা উত্তর সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আতাউর রহমান আরেফী প্রমুখ।
সভায় লংমার্চ বাস্তবায়নে অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিল্লাহকে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সভায় এবং অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদকে সদস্য সচিব করে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।
Related News

ফেনীতে দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট, সেবা গ্রহীতাদের চরম ভোগান্তি | বাংলারদর্পণ
জহিরুল হক মিলন, ফেনী ফেনীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের মাধ্যমে অতিরিক্ত ফি বা উৎকোচ ছাড়াRead More

জরাজীর্ণ মঙ্গলকান্দি উপ-স্বাস্থ্যকেন্দ্র : চিকিৎসা কার্যক্রম ব্যহত | বাংলারদর্পণ
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী : সোনাগাজী উপজেলার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নে মঙ্গলকান্দি উপ-স্বাস্থ্যকেন্দ্রটির জরাজীর্ণ ভবনে অস্বাস্থ্যকরRead More