চাঁদের অালো অার হারিকেনই ভালো : কি প্রয়োজন পল্লী বিদ্যুতের অালো

ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী অঞ্চলে পল্লী বিদ্যুতের অব্যহত লোডশেডিংয়ে অতিষ্ঠ সর্বস্তরের নাগরিক।

নিয়মিত বৈদ্যুতিক জিনিস পত্রের পাশাপাশি প্রতিনিয়ত নষ্ট হচ্ছে ফ্রিজের খাবার।  উপজেলার সকল গুরুত্বপূর্ন দপ্তর গুলো পৌরসভায়। সেই বিবেচনায় সোনাগাজী পৌরসভার শতভাগ ভিআইপি লাইনের অাওতায় অানা হয়েছে।  কিন্তু গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন ২-৩ ঘন্টা বিদ্যুত ছিল।

ব্যাবসা, বানিজ্যের ক্ষয় ক্ষতির পাশাপাশি সরকারী দপ্তর গুলোতে মারাত্বকভাবে কাজে ব্যাহত হচ্ছে।

গ্রামাঞ্চলে খুটি,মিটার কেবল সবই অাছে, কিন্তু বিদ্যুত নেই। গ্রামে আগের মতই কেরোসিন তেলের বাতি,  হারিকেন দেখা যায়। ভুক্তভোগীরা জানায়, বাহিরে চাঁদের অালো, ঘরে হারিকেন,  তাহলে বিদ্যুতের কি দরকার। তারা অারো জানায়, সরকারের সবচেয়ে সফল এই খাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কারনে সুফল পাচ্ছেননা জনগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *