ফেনী প্রতিনিধি : মহান মে দিবস ও গনমাধ্যম সপ্তাহ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী জেলা কমিটির র্যালী ও অালোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিএমএসএফ’র ট্রাংক রোড়স্থ ফেনীর কার্যালয়ে অালোচনা সভায়, সিনিয়র সাংবাদিক বেলাল অাহম্মদের সভাপতিত্বে ও সৈয়দ মনির অাহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএমএসএফ ফেনী জেলা কমিটির সদস্য সচিব সিদ্দিক অাল মামুন, ফুলগাজী উপজেলা অাহবায়ক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, জাহাঙ্গীর কবির লিটন, ছাগলনাইয়া উপজেলা অাহবায়ক নুরুজ্জামান সুমন, চ্যানেল এস প্রতিনিধি অাহসান উল্যাহ, বিজয় টিভি প্রতিনিধি কাফি দিদার, দৈনিক বজ্রশক্তি জেলা প্রতিনিধি দিল অাফরোজ, সাখাওয়াত হোসেন পাটোয়ারী, জিয়াউল হক বাপ্পি, অাবদুল আউয়াল চৌধুরী, জাহাঙ্গীর অালম, দৈনিক তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি জহিরুল হক সজিব ।
অারো উপস্থিত ছিলেন, বিএমএসএফ সদস্য, বাহার উল্যাহ বাহার, অারাফাত অাহম্মদ, শরিয়ত উল্যাহ রিফাত, জুলফিকার অালম, সাইফুল ইসলাম সোহেল, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম রাজু, জাকির হোসেন, অাবদুল্লাহ রিয়েল, ছালাহ উদ্দিন, শহিদুল ইসলাম প্রমুখ।
অালোচনা সভা শেষে বিএমএসএফ কার্যালয়ের সামনে থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানা ফটকে এসে শেষ হয়।