সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার ৬নং চরচান্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড় জমাদার বাজারের দক্ষিণে রাসুলপুর- ইটালী মার্কেট সড়কের শকুনিয়া খালের ওপর নির্মিত সেতু ও সড়কের বেহাল দশা। যেকোন মুহুর্তে তলিয়ে যেতে পারে সেতু। সৃষ্টি হতে পারে চর ছান্দিয়া ও চর দরবেশের লক্ষাধিক মানুষের জনদুর্ভোগ। বারবার এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কোন সুদৃষ্টি পড়ছেনা প্রশাসনের।
সরেজমিনে গিয়ে দেখা যায়- কয়েক মাস পূর্বে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ঠিকাদার কর্তৃক অপরিকল্পিত খাল খণনের ফলে দৃশ্যমান ব্রীজটি ধ্বসে গিয়েছে এবং মাটি সরে গিয়ে বিশাল গর্ত হয়ে রাস্তার সাথে দুরত্ব সৃ্ষ্টি হয়েছে। এমতাবস্থায় এই অঞ্চলের মানুষের পথ চলাচল, যানবাহন সহ পরিবহণ ব্যবস্থা একে বারে ব্ন্ধ হয়ে গেছে। অন্যদিকে এই সড়কের সন্নিকটে বিকল্প ব্যবস্থা না থাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের চরম নিরাপত্তা ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহাজান বলেন- ব্রিজটি নির্মাণ হয়েছে বেশিদিন হয়নি। কিন্তু খাল সংস্কারের সময় ঠিকাদার অপরিকল্পিত ভাবে ব্রিজের কাছ থেকে মাটি সরিয়ে নেওয়াতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আমি স্থানীয় চেয়ারম্যান কে বিষয়টি অবগত করেছি।
উল্লেখ্যঃ ২০০৮ সালে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে প্রায় ১৩ লাখ টাকা ব্যয় সেতু টি নির্মিত হয়। স্থানীয়রা জানান, ঠিকাদার তাজুল ইসলাম নিম্মমানের নির্মান সামগ্রী ব্যাবহার করে সেতু নির্মান করায় অল্প সময়ে সেতুটির এহেন অবস্থা হয়েছে। জনদুর্ভোগ লাঘবে সংলিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয়রা।