মোঃ আফজাল হােসেন (দিনাজপুর) প্রতিনিধি :প্রকাশ- ১২ নভেম্বর।
শিশু সাকিন বাবুর জিবন বাচাঁতে চিকিৎসার জন্য তার পিতার সাহায্যের আবেদন। ২৯ মাস বয়সী শিশুপুত্র সাকিন বাবুর জীবন বাচাঁতে চিকিৎসার জন্য, সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যাক্তিদের নিকট সাহায্যের জন্য আবেদন করেছেন, শিশু সাকিনের পিতা মাে সুজন সরকার।
শিশু সাকিন বাবুর পিতা সুজন সরকার দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বারকানা গ্রামের বাসীন্দা, সে ফুলবাড়ী পৌর শহর মােবাইল সার্ভিসিং এর কাজ করে। গত ৪ মাস থেকে তার শিশুপুত্র সাকিন বাবু ব্লাড ক্যান্সারে রাগ আক্রান্ত হলে, তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে, সেখানে চিকিৎসার খরছ বহন করতে, তার বাড়ীর সহায় সম্বল বিক্রি করেছে, এখন অর্থের অভাবে তার শিশু পুত্রর চিকিৎসা বন্ধ হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছে কােন ভাবে তার চিকিৎসা বন্ধ করা যাবে না। এ জন্য সুজন সরকার তার শিশুপুত্র সাকিন বাবুর চিকিৎসার খরচ বহন করতে, সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যাক্তিদের নিকট সাহায্যের জন্য আবেদন করেছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা অগ্রণী ব্যাংক লিঃ ফুলবাড়ী শাখা, দিনাজপুর, হিসাব নং ০২০০০০২৩৯০২৪৪।
