নিজস্ব প্রতিবেদকঃ ৯ ডিসেম্বর ২০১৬, শুক্রবার ১৬:৩০।
সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের সৈয়দ পাড়ায় অসহায় শীতার্থদের মাঝে বি.এস.আর.এম উদ্যোগে কম্বল বিতরনের উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা অা’লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ।
শুক্রবার বিকালে সৈয়দ পাড়া মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত বিতরন অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন, দক্ষিণ অাফ্রিকা অা’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিজানুর রহমান, বিএসঅারএম এর প্রতিনিধি সৈয়দ মো. ইব্রাহীম, সৈয়দ পাড়া মাদ্রাসার সহ সভাপতি মোহাম্মদ মোস্তফা প্রমুখ।
এসময় অতিথিবৃন্দ ৫০ জন অহসায় নারী, পুরুষের মাঝে কম্বল বিতরন করেন।