সোনাগাজী পৌর নির্বাচন : নতুন প্রার্থী চান আ’লীগ ও বিএনপির নেতারা | বাংলারদর্পণ

ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী পৌরসভার ৪র্থ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের পাঁচ, বিএনপির চার ও জাতীয় পার্টির একজন সম্ভাব্য প্রার্থী গনসংযোগ করছেন। এ পৌরসভায় গত দুইবার বিএনপি ও সর্বশেষ ২০১৬সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ২০হাজার নাগরিকের মধ্যে ভোটার প্রায় ১৫হাজার ।

জানা যায়, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও বর্তমান মেয়র এড. রফিকুল ইসলাম খোকন আবারো দলীয় মনোনয়ন চাইবেন। সে লক্ষে তিনি প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে অবৈধ শতকোটি টাকার সম্পদ অর্জনের ঘটনায় দুর্নীতি দমন কমিশন-দুদকে দুটি অভিযোগ ও গুরুত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর ১০কোটি টাকার প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত চলছে ।

অভিযোগের বিষয়ে মেয়র খোকন জানান, নির্বাচনকে সামনে রেখে এসব কাল্পনিক অভিযোগ ষড়যন্ত্রের অংশ।

এছাড়া নৌকা প্রতিকে দলীয় মনোনয়ন চাইবেন বর্তমান কাউন্সিলর উপজেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর নবী লিটন, পৌর আওয়ামীলীগের সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শেখ সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও পৌর আ’লীগের সহ সভাপতি মঞ্জুরুল হক এ্যাপোলো ।

সেলিম পাটোয়ারী ও নুর নবী লিটন জানান, দলীয় প্রার্থী পরিবর্তনের ব্যপারে একাট্টা আ’লীগের সকল নেতা ও সম্ভাব্য প্রার্থীরা। শেখ সেলিম জানান, নৌকা প্রতিক বরাদ্দ দেবেন দলের সভানেত্রী শেখ হাসিনা। সৎ যোগ্য ও ত্যাগী নেতাকে মনোনয়ন দিলে অবশ্যই আ’লীগের প্রার্থী জিতবেন।

দলীয় সুত্র জানায়, গত ৪ডিসেম্বর তৃনমূল যাচাই করে তিন প্রার্থীর নাম কেন্দ্রে প্রস্তাব করেছে জেলা আওয়ামী লীগ। তারা হলেন, বর্তমান মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, কাউন্সিলর নুর নবী লিটন ও পৌর আ’লীগের সভাপতি ইমাম উদ্দিন ।

বিএনপি থেকে মনোনয়ন চাইবেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন বাবর , পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ওরপে ভিপি দুলাল এবং জেলা ছাত্রদলের সহ সভাপতি হাসান মাহমুদ ।

জামাল উদ্দিন জানান, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন, জেল জুুলুম সহ্য করে কর্মীদের পাশে ছিলেন, তাদের মধ্যে যে কাউকে ধানের শীষ প্রতিকে মনোনয়ন দিলে অবশ্যই বিএনপির প্রার্থী জিতবেন। তবে বিএনপির সবেক সাধারন সম্পাদক- বাবর জানান, এখানকার সর্বস্তরের নেতাকর্মীরা মেয়র পদে নতুন প্রার্থী চান।

এছাড়া জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন চাইবেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মফিজুল হক পাটোয়ারী।

স্থানীয় নাগরিকদের দাবি , যেহেতু দলীয় প্রতিকে মনোনীত প্রার্থীরাই জিতেন। সেহেতু সৎ, যোগ্য ও নগর উন্নয়নে অভিজ্ঞদের মনোনয়ন দেয়া উচিত।
#সৈয়দ মনির আহমদ,বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *