সাংবাদিক সুভাষ দত্তের ওপর হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল

কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রায় পেশাগত দায়িত্ব পালনকালে ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে কয়রার কর্মরত সাংবাদিকরা।

নির্মম ভাবে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক সুভাষ দত্তের হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের এখন পর্যন্ত দৃষ্টান্ত মুলক শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা।

মৌন মিছিল টি বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর ও আদালত চত্বর হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মৌন মিছিল শেষে সদরের তিন রাস্তা মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাংবাদিকরা সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চিহ্নিত সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। আর তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শেখ সিরাজুদ্দৌলা লিংকন, বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *