ঝিনাইদহ
দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাড়িঘরে হামলার
ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত
হয়েছে।
আজ সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে
সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির
কর্মকর্তাসহ মানবাধিকার কর্মীরা অংশ নেয়।
এসময় সনাকের সভাপতি সায়েদুল আলম, সদস্য আবু তাহেরসহ অন্যান্যরা
বক্তব্য রাখেন।
বক্তারা, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের
সাংবিধানিক অধিকার বাস্তবায়নে অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি
জানান।