
প্রেস বিজ্ঞপ্তিঃ সকল কেন্দ্রীয়, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেত্ববৃন্ধের অবগতির জন্য জানানো যাইতেছে যে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ত্রি-বার্ষীক সম্মেলন আগামী ০২রা ডিসেম্বর-২০১৬, শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় সংগঠনের ভাটারা কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
প্রতিটি কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের কাউন্সিলরদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
এখানে আরো উল্লেখ্য যে, বর্তমান প্রতিষ্ঠাতা সভাপতি, প্রফেসর ড. এ. আর. খাঁন ময়মনসিংহের নান্দাইল হইতে আগামী ২০১৯ সালের সংসদ নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করায় সংগঠনের সভাপতির দায়িত্ব গ্রহন করতে অপরাগতা প্রকাশ করছেন। তবে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উনার সহযোগিতা অব্যহত থাকবে বলে মত দিয়েছেন।
অতএব, কাউন্সিলরদের গণতান্ত্রিক ভোট প্রয়োগের মাধ্যমে সংগঠনের নতুন সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল পদ/পদবী পূর্ণ মূল্যায়ন হবে এবং যে কোন পদ/পদবীর জন্য প্রার্থী হওয়ার সকলের গণতান্ত্রিক অধিকার থাকবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ধন্যবাদান্তে,
জুলফিকার আলী মাসুদ
সাধারণ সম্পাদক,
কেন্দ্রীয় নির্বাহী কমিটি।