নিজস্ব প্রতিবেদকঃ অক্টোবর ০২, ২০১৭।।
হঠাৎ করেই এক মাসের ছুটির আবেদন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ সোমবার দুপুর ২টার দিকে তিনি ‘অসুস্থতাজনিত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে এ আবেদন করেছেন। আবেদনপত্র অনুযায়ী তিনি আগামীকাল থেকেই ছুটি কাটাবেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দীর্ঘ এক মাস অবকাশ শেষে কোর্ট খোলার পর প্রথম দিন থেকেই তিনি ছুটিতে থাকবেন বলে জানিয়েছেন। তার অবর্তমানে জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে আইনসচিব আবু সালেহ শেখ মুহাম্মদ জহিরুল হক দুলাল বলেন, প্রধান বিচারপতি অসুস্থতাজনিত কারণে এক মাসের ছুটির আবেদন করেছেন। আবেদনটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য যাবে। এর আগে গত ১০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি দেশের বাইরে ছুটিতে ছিলেন। ২৩ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।
প্রসঙ্গত, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় গত ১ আগস্ট প্রকাশের পর থেকে মন্ত্রী-এমপিদের কঠোর সমালোচনার মুখে পড়েন প্রধান বিচারপতি। জাতীয় সংসদেও তাঁর সমালোচনা করা হয়।