প্রতিবেদকঃ
করোনাভাইরাসের নমুনা পরীক্ষা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী।
আজ সোমবার সকালে রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে সাবরিনাকে পাঠানো হয়।
আদালত শুনানি শেষে সাবরিনা চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
এর আগে সাবরিনা চৌধুরীকে রিমান্ড শেষে আজ আদালতে পাঠানো হয়। তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।
অন্যদিকে ডা. সাবরিনার আইনজীবী তার জামিন আবেদন করেন। বাংলারদর্পন