সোনাগাজীতে গৃহবধুকে হত্যার অভিযোগ :অাটক ১, স্বামী ও ননদ পলাতক

ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের দক্ষিন চরছান্দিয়া গ্রামে শাবানা ইয়াসমিন লিপি (২৩) নামের গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাত অানুমানিক ১১ টার সময় খবর পেয়ে নিহতের পরিবার পুলিশে খবর দিলে পুলিশ রাতেই লিপির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সে চর ছান্দিয়া গ্রামের আবদুর রব কোম্পানী বাড়ীর দিনমজুর কামরুল ইসলামের স্ত্রী ও ৪ বছর বয়ষে এক ছেলে (হাসান) সন্তানের জননী।
সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার হারুন অর রশিদ জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে। ঘরে খাবার কক্ষের মেঝেতে পড়েছিল নিথর দেহ। সে থ্রি-পিছ পরিহিত ছিল। তবে উপরে ১২-১৪ ইঞ্চি পরিমান একটি ওলনা ঝুলানো পাওয়া গেছে। শরীরের কোন অংশে দাগ দেখা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি অারো জানান, লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেলে ওই পরিবারের কাউকে পাওয়া যায়নি। সবাই পলাতক রয়েছে।

প্রতিবেশিরা জানায়,প্রায় ৬বছর পুর্বে সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের বজু চৌধুরী বাড়ী সংলগ্ন নতুন বাড়ীর ছিদ্দিকুর রহমান এর মেয়ে শাবানা ইয়াসমিন লিপির সাথে চরছান্দিয়া গ্রামের কামরুল ইসলামের বিবাহ হয়।
কিছুদিন পুর্বে কামরুলের মা ছকিনা বেগম বাড়ীর লোকদের বলেছিল, লিপির সাথে এক প্রতিবেশির পরকীয়া চলছিল। সে অারো বিষয়টি তার ননদের ছেলে একই গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে নিজাম উদ্দিন তাকে বলেছে। এ ঘটনায় বউ-শাশুড়ী ও লিপির বিধবা ননদ বালির মধ্যে ঝগড়া বিবাদ হয়েছিল।
বিষয়টি কামরুল তার শ্বশুর পক্ষকে জানালে সোমবার সন্ধ্যায় শাবানার মা পারিবারীকভাবে ঘটনাটি মিমাংসার চেষ্টা করে।
রাতেই কামরুল বাড়ী ফিরে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেই শাবানাকে ওলনা পেছিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে ওলনা কেটে দেয়। এর অাগেই তার মৃত্যু হয়।
পুলিশ এসময় জিজ্ঞাসাবাদের জন্য নিজাম উদ্দিন কে আটক করে। হাজতে থাকা নিজাম জানায়, কামরুল দের বাড়ী থেকে অামাদের বাড়ী ২ কিলোমিটার দুরত্ব। লিপির পরকীয়ার বিষয়ে কখনো কারো সাথে অামার কথা হয়নি।

সাবিনা ইয়াসমিন লিপির পিতা ছিদ্দিকুর রহমান জানান, মৃত্যুর খবর শুনে রাত অানুমানিক ২টায় অামি ওই বাড়ীতে গিয়ে ঘরের কাউকে পাইনি। ঘরে ডুকে খাবার কক্ষের মেঝেতে মেয়ের নিথর লাশ দেখি, তখন বাড়ীতে প্রতিবেশি শতাধিক লোকজন উপস্থিত ছিল। মেয়ের গায়ে কোন চিহ্ন দেখিনি, মুখ, চোখ সবকিছু স্বাভাবিক ছিল। নাতি হাসান ডায়েরিয়ার কারনে গতরাত থেকে অামার বাড়ীতে অাছে। তিনি অারো জানান, পুলিশকে জানিয়েছি, কামরুল, তার মা ছকিনা, তার বিধবা বোন বালি পরিকল্পিত ভাবে অামার মেয়েকে হত্যা করেছে। মামলার প্রস্তুতি চলছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, নিজাম উদ্দিনকে অাটক রাখা হয়েছে, কামরুলসহ পরিবারের সবাই পলাতক রয়েছে। অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
ছবিতে -সাবিনা ইয়াসমিন লিপি ও তার পিতা ছিদ্দিকুর রহমান।
ভিডিতে ছিদ্দিকুর রহমানের বক্তব্যের অংশ….
https://mobile.facebook.com/video_redirect/?src=https%3A%2F%2Fvideo-iad3-1.xx.fbcdn.net%2Fv%2Ft42.1790-2%2F18378013_429484304095942_3752455434082975744_n.mp4%3Fefg%3DeyJybHIiOjMwMCwicmxhIjo1MTIsInZlbmNvZGVfdGFnIjoic3ZlX3NkIn0%253D%26_nc_eui2%3Dv1%253AAeFwftpQLhWldWEyudNGGYNLevQNoAkaKPhA35HPG2xanZecY4rQ_KLNPJd73MjjcA0PBiQVfqYgNjSp39JSKe9jS7CFycMa7G7zoznNzPffLw%26oh%3D88373a5daad9c9bb150e4bd273d166dc%26oe%3D5911B19E&source=misc&id=425344317830909&_ft_=top_level_post_id.425344317830909%3Atl_objid.425344317830909%3Athid.308957646136244%3A306061129499414%3A54%3A0%3A1496300399%3A1463688872909859161&__tn__=F
সম্পাদনা / এমএ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *