ফেনী প্রতিনিধি :
ফেনী সেন্ট্রাল হাই স্কুলের ১০ম শ্রেনীর এক ছাত্রী (১৬) অপহরনের ২৮ দিন পর উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ ২১ জুলাই বিকেলে তাকে উদ্ধার করা হয়। এসময় প্রধান আসামি বখাটে নাজমুল হোসেন রাজু (২৭) কে আটক করা হয়েছে।
ফেনী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এএন এম নুরুজ্জামান বাংলারদর্পনকে বলেন, গত ২৪ জুন ওই ছাত্রীকে বাসা থেকে অপহরন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ফেনী’ থানায় একটি অভিযোগ দেয়া হয়। মামলার তদন্তের দায়ীত্ব পায় জেলা গোয়েন্দা পুলিশ।