ফেনী’ প্রতিনিধি :
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ক্যাম্প’র বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সদস্যরা বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ তিন জনকে আটক করে জয়লস্করা বিজিবি ক্যাম্পে নিয়ে যায়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ দীর্ঘ দিনের। মঙ্গলবার বিকালে এই তিনজনকে মাদকসহ আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন, ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম’র বড় ছেলে ছাত্রলীগ নেতা জাকারিয়া সেঁতু, পাঠাননগর ইউনিয়ন ছাত্রলীগের সহ- সভাপতি টিটু ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আরাফাত সাদ্দাম।
জানা যায়, ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হবে।
বাংলারদর্পন