ছাগলনাইয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

মোহাম্মদ মেহেদী হাছান ,ছাগলনাইয়া প্রতিনিধি ঃ ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ছাগলনাইয়া উপজেলা আহলে সুন্নত ওয়াল জামায়াত ও নিজপানুয়া দরবার শরীফ এর যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিজপানুয়া দরবার শরীফের গদিনশিন পীর ছাগলনাইয়া পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ গোলাম জিলানীর সভাপতিত্বে ও প্রফেসর হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, ছাগলনাইয়া আহলে সুন্নত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা আলমগীর ফরায়েজী, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জাকারিয়া আশেকী, মাসিক হায়দার পত্রিকার সম্পাদক জিয়া হায়দার স্বপন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, নিজপানুয়া সোস্যাল নেটওয়ার্কের প্রধান উদ্যোক্তা যুবলীগ নেতা আলি হোসেন মনির, সৈয়দ খুরশীদ আহাম্মদ ও মাওলানা শাখাওয়াত হোসেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আহলে সুন্নত ওয়াল জামায়াত এর নেতা-কর্মীরা অংশ নেন। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজ রোড কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *