ছাগলনাইয়ায় জাসদের উদ্যোগে তাহের হত্যা দিবস পালন | বাংলারদর্পন 

মোঃমিরাজ উদ্দিন, ছাগলনাইয়া :

শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের ৪৪ তম হত্যা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ছাগলনাইয়া উপজেলার উদ্যোগে ২১ জুলাই বিকাল ৪ টায় ডাকবাংলোতে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

 

 

উক্ত আলোচনা সভায় ফেনী-১ আসনের এমপি ও জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার টেলি কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা তাহেরের স্মৃতিচারন করে বলেন “যে তাহের জনতার সে তাহের মরে না” তিনি আরও বলেন- তাহের বেচেঁ থাকবে বাংলার বিপ্লবীদের অন্তরে।

 

 

উক্ত অনুষ্ঠানে উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মেম্বারের সভাপতিত্বে ও হেলাল উদ্দিন ভূঁঞার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সমবায় সম্পাদক রোকেয়া সুলতানা আন্জু,।

 

 

বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা জাসদের সভাপতি  নুরুল ইসলাম মাষ্টার,  জেলা জাসদের সাবেক সভাপতি কাজী আব্দুল বারী, ছাগলনাইয়া উপজেলা জাসদের সাঃ সম্পাদক রেজাউল করিম সরকার।

আরো উপস্থিত ছিলেন,  জেলা জাসদের সহ-সভাপতি নুরুল আমিন, উপজেলা জাসদের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা জাসদের সহ-সভাপতি মাহামুদা আক্তার, সহ-সভাপতি  সিরাজউদ্দোলা পাপাটোয়ারি, সহ-সভাপতি মোঃ আলী,যুগ্ন সম্পাদক ছলিম উল্যাহ ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুল্লাহ রিপন, পাঠান নগর ইউনিয়ন সভাপতি মাহাবুবুল হক, শুভপুর ইউনিয়ন সভাপতি আবুল বশর মেম্বার।

 বাংলারদর্পন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *