কোম্পানীগঞ্জে শান্তির প্রস্তাব নিয়ে নেতাদের দরজায় কাদের মির্জার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা কোম্পানীগঞ্জে আবারও শান্তির প্রস্তাব দিয়েছেন।

শনিবার (২৪ জুলাই) সকালে প্রতিপক্ষ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলের বাড়িতে (সাবেক এমপি আবু নাছের চৌধুরী বাড়ি) যান কাদের মির্জা।

কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল জানান, আগামী মঙ্গলবার আমেরিকা সফরে যাওয়ার কথা রয়েছে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার। এ উপলক্ষে আজ সকালে তিনি আকস্মিকভাবে আমাদের বাড়িতে আসেন । এ সময় তিনি সবার কাছে দোয়া চেয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভেদাভেদ ভুলে কোম্পানীগঞ্জে শান্তি ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন।

ভাইস চেয়ারম্যান রুমেল বলেন, তিনি তার কয়েকজন অনুসারী নিয়ে বাড়িতে এসেছেন। আমরা সামাজিক সৌজন্যতা দেখিয়েছি। তবে আমরা আমাদের অনুসারীদের ছেড়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নই আসেনা। যখন যা হবে আমাদের অনুসারী আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে আলোচনা করে সিন্ধান্ত নেওয়া হবে। এতে আমাদের অনুসারী কেউ ভুল বুঝবেন না।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য আক্রাম উদ্দিন সবুজ, উপজেলা আওয়ামী লীগের (একাংশ) সাধারণ সম্পাদক মো.ইউনুস প্রমূখ।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বক্তব্য পাওয়া না গেলেও তাঁর অনুসারী স্বপন মাহমুদ জানান, মেয়র সাহেব বহু আগ থেকেই কোম্পানীগঞ্জে শান্তি ফিরে আসুক এমন প্রস্তাব দিয়ে আসছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল বসুরহাট পৌরসভায় মির্জা সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসার কথা ছিলো। আজ সকালে মেয়র সাহেব নিজেই আজম পাশা চৌধুরী রুমেলের বাড়িতে গিয়ে সৌজন্যতা দেখিয়েছেন। এসময় তিনি আবারও কোম্পানীগঞ্জে শান্তির প্রস্তাব দেন।

গত ১৫ জুলাই বিকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলের বাড়িতে কাদের মির্জার অনুসারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠ। এসময় হামলাকারীরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা পিটিয়ে ও কুপিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ ৪জন আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *