চৌদ্দগ্রাম প্রতিনিধি :
মুজিববর্ষের আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় কুমিল্লার চৌদ্দগ্রামে নব-নির্মিত ঘরগুলো মানসম্মত ভাবে তৈরী করা হয়েছে। কাজের মানে আমি সন্তুষ্ট। ঘরের ভীত শক্ত হওয়ায় ঘর ভেঙ্গে পরার কোন সম্ভাবনা নেই। ঘরগুলেতে একটি পরিবার খুব সুন্দর ভাবে বসবাস করতে পারবে।
যারা এখানে থাকবে তাদের কর্মসংস্থানের কোন সমস্যা হবে না, আশ্রায়ণ প্রকল্পের গৃহ পরিদর্শন শেষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান (এনডিসি) এসব কথা বলেন। শনিবার দুপুরে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ে আশ্রয়ন প্রকল্পের ঘরের মান পর্যবেক্ষন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাখাওয়াত হোসেন রুবেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এস. এম মনজুরুল হক প্রমুখ ।
পর্যবেক্ষণ শেষে প্রকল্প প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন বিভাগীয় কমিশনার।
চৌদ্দগ্রাম/বাংলারদর্পণ