নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার, (১১-নভেম্বর) সকাল ১১টায়, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে, যুবলীগ নেতা আহসান হাবীব চৌধুরী হাসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, রাউজান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র, আলহাজ্ব বশির উদ্দিন খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, কামাল উদ্দিন আহমেদ। প্রধান আলোচক ছিলেন, নোয়াজিস পুর ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সরোয়ার্দী সিকদার।
বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র, জমির উদ্দিন পারভেজ।পৌর যুবলীগ নেতা, সাইফুল ইসলাম চৌধুরী রানা,৬নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান জনি, পৌর যুবলীগ নেতা নজরুল ইসলাম, পৌর যুবলীগ নেতা আজাদ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। তার নির্দেশনায় আমরা সামনে এগিয়ে যাব। কেননা বাংলাদেশ আওয়ামী লীগ কারো কাছে মাথানত করে না। অনুষ্ঠানে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে দলের নেতাকর্মীরা কেক কাটেন।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, তপন দে, মনছুর কমল চক্রবর্তী, জিয়াউল হক রোকন, সারজু মোঃ নাছের, আবু সালেক, ইসহাক, আসাদ সহ প্রমূখ।